আজ থ্রিজির লাইসেন্স হাতে পেয়েছে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর
গ্রামীণফোন, রবি ও এয়ারটেল। ৮ সেপ্টেম্বর থ্রিজির নিলামে অংশ নিয়েছিল
গ্রামীণফোন, রবি ও এয়ারটেল ও বাংলালিংক। আজ বিটিআরসির চেয়ারম্যান সুনীল
কান্তি বোস তিন মোবাইল অপারেটরের কাছে থ্রিজি লাইসেন্স হস্তান্তর করেছেন।
লাইসেন্স হস্তান্তরের সময় মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে বিটিআরসির চেয়ারম্যান সাশ্রয়ী দামে থ্রিজির ডেটা প্যাকেজ দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত থ্রিজি তরঙ্গের নিলামে অংশ নিয়ে গ্রামীণফোন ১০ মেগাহার্টজ এবং বাংলা লিংক, রবি ও এয়ারটেল পাঁচ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে।
প্রতি মেগাহার্টজ ২ কোটি ১০ লাখ ডলার দরে অর্থের ৬০ শতাংশ বিটিআরসিতে জমা দিয়েছে তিন অপারেটর। অবশ্য বাংলালিংক এখনো তাদের নির্ধারিত অর্থ বিটিআরসির কাছে জমা দেয়নি। ২৩ অক্টোবর অর্থ পরিশোধের শেষ দিন। নয় মাসের মধ্যে দেশের সব বিভাগীয় শহরে থ্রিজি সেবা নিশ্চিত করার শর্ত বেঁধে দিয়েছে বিটিআরসি। এ শর্ত না মানলে অপারেটরদেরকে ৫০ কোটি টাকা জরিমানা গুণতে হবে।
গ্রামীণফোন, রবি ও এয়ারটেল শিগগিরই থ্রিজি বাস্তবায়ন শুরু করবে।
লাইসেন্স হস্তান্তরের সময় মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে বিটিআরসির চেয়ারম্যান সাশ্রয়ী দামে থ্রিজির ডেটা প্যাকেজ দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত থ্রিজি তরঙ্গের নিলামে অংশ নিয়ে গ্রামীণফোন ১০ মেগাহার্টজ এবং বাংলা লিংক, রবি ও এয়ারটেল পাঁচ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে।
প্রতি মেগাহার্টজ ২ কোটি ১০ লাখ ডলার দরে অর্থের ৬০ শতাংশ বিটিআরসিতে জমা দিয়েছে তিন অপারেটর। অবশ্য বাংলালিংক এখনো তাদের নির্ধারিত অর্থ বিটিআরসির কাছে জমা দেয়নি। ২৩ অক্টোবর অর্থ পরিশোধের শেষ দিন। নয় মাসের মধ্যে দেশের সব বিভাগীয় শহরে থ্রিজি সেবা নিশ্চিত করার শর্ত বেঁধে দিয়েছে বিটিআরসি। এ শর্ত না মানলে অপারেটরদেরকে ৫০ কোটি টাকা জরিমানা গুণতে হবে।
গ্রামীণফোন, রবি ও এয়ারটেল শিগগিরই থ্রিজি বাস্তবায়ন শুরু করবে।
No comments:
Post a Comment